ধরো একদিন গেরিলা বাহিনী গড়ে
লুন্ঠনে যাবো প্রাসাদ বাগিচা শ্রেষ্ঠীর
গুলি বন্দুক খুইয়ে যখন সম্বল শুধু শেষ তীর
ধোঁয়ার ভেতরে দেখা হয়ে যাবে সজল করুণ মুখটি
স্তম্ভিত তুমি, ক্রমে বিহ্বলা, দ্বিধাতুর তবু প্রস্তুত
ধরা পড়ে যাব এই কারণেই, ফাঁসি হয়ে যাবে ভোরে
গাছে গাছে শুধু সেদিন ঝুলবে নয়া সামরিক চুক্তি
তুমিও মরবে, আমাদের কথা ভুলে যাবে এই দেশটি