কি কি ফেলে দিতে হবে – অর্ক ভাদুরি

কি কি ফেলে দিতে হবে তাহলে?

ওষুধগুলো। হেরে যাওয়া ওষুধের দল। খামের পর খাম! ওষুধ ওষুধ আর ওষুধ! এত্তো ওষুধ খেতে দেখিনি তো কখনও!

চটিজোড়া ফেলে দিতে হবে। ধুলো জমছে। অকারণে নোংরা হচ্ছে ঘর। নোংরা তো আবার পোষাতো না! যত্তসব! পিটপিটে।

Continue reading “কি কি ফেলে দিতে হবে – অর্ক ভাদুরি”

গঙ্গাসাগর – অর্ক ভাদুরি

গঙ্গাসাগর। লক্ষ লক্ষ মানুষ। হা-ঘরে, চাষাভূষো, দেহাতী, হতদরিদ্র। পূণ্য করতে এসেছেন। হোগলা পাতার ঘরে থাকা। অনেকের তাও জোটেনি। খোলা আকাশের নিচে। সারারাত। হিম। হাওয়া। রাত আড়াইটে থেকে স্নান শুরু। কাতারে কাতারে মানুষ। কপিল মুনির আশ্রমের ছাদ থেকে তাকালে মনে হয়, জনসমুদ্র। পাগলের মতো ছুটছেন। পুজো দেবেন। পূণ্য চাই।

Continue reading “গঙ্গাসাগর – অর্ক ভাদুরি”