যদি সব ভুল হয়ে যায়,
কষ্টে থাকি,
যদি না হতে পারি,
যেমনটা চাও।
ব্যালকনিতে যখন নামে
হু হু বাতাস,
জানি না ঠিক..
হচ্ছিনা আর কোথাও উধাও।
আমি ঠিক তেমনি থাকি,
যেমন থাকা,
কার্নিশে জলের ফোঁটা,
দেখার মত,
শুধু মুধু কষ্টে থাকি এখন তখন,
যদি সব ভুল হয়ে যায়,
সময় যত।