ভেতরে দেখিনি বলে পাপ হয়েছে,
তাই ভোরবেলা উঠব ভেবেছি আজ রাতে,
শুকতারার মত যদি কেউ জ্বলে থাকে,
তাকে নেব আঁকড়ে আমি সব উজাড় করে,
এই দীর্ণ, অবচ্ছিন্ন ভেতরের ঘরে,
হঠাৎ যেন জ্যোৎস্না এসে পরে।
হেলায় লুটাব এই সাধের পরাণ…
ভেতরে দেখিনি বলে পাপ হয়েছে,
তাই ভোরবেলা উঠব ভেবেছি আজ রাতে,
শুকতারার মত যদি কেউ জ্বলে থাকে,
তাকে নেব আঁকড়ে আমি সব উজাড় করে,
এই দীর্ণ, অবচ্ছিন্ন ভেতরের ঘরে,
হঠাৎ যেন জ্যোৎস্না এসে পরে।
Ph.D. in Mathematics, University of Wisconsin, Milwaukee, United States. Research Interest: Geometric Group Theory, Relatively Hyperbolic Groups. Founder, Cheenta View all posts by Ashani Dasgupta