কতবার ‘আমি’ বললে আজ?
উঠোনে তবু জুঁইএর গন্ধ আছে,
উবু হয়ে শুধু বেছে নাও ঘর বাড়ি,
এখনও তুমি সজল যে হয় তারই!
আকাশে হয়ত গোধূলির আনাগোনা।
কনকচাঁপার নাম শুনেছিলে তুমি,
পুড়ে খাক হোক সমস্ত বনভূমি,
তবু তো তুমি নদীর প্রান্তে গেলে,
মুহুর্তে তুমি এমন স্বচ্ছ হলে,
জ্যোৎস্নার মত শিহরিত মেঘমাঠ!
tumi ki kobi i hoye gele !!
LikeLiked by 1 person
মাঝে সাঝে … সব বাঙালির মতই 🙂
LikeLike