দেবতা আমাকে ফেলে সন্ধ্যেবেলার ট্রেনে দেরাদুন গেছেন ।
আমি একা ছোটো ঘরে থাকি – ফলে আলো
পড়ে না শরীরে, মনে – আমিও শহরতলি ফেলে রেখে
ভাঙা এ শহরে থেকে যেতে চাই পাহাড়ে বা সমুদ্রবাতাসে ।
দেবতা চুরুট হাতে আমার সমস্ত কথা শুনে হেসেছেন ।
‘যদিও শেরিফ নও তুমি’- তিনি বলেছেন,’ধ্বস্ত এ শহর
দেখাশোনা করো তুমি’- আমার দায়িত্ব নাকি অনেক; শুনেছি ।
আমি চাই মিশে যেতে প্রতিটি জলের সঙ্গে -অথচ দেবতা
নারাজ, উধাও ফের- আমি আরো ফাঁকা ঘরে শান্ত শুয়ে আছি ।
১৬.২.৮২
ভাস্কর চক্রবর্তী