দুধে-আলতা ছাড়াই আমি পা রেখেছি আপনার সংসারে । ব্যাঙ ডেকেছে চারপাশে । ঝিঁঝিঁরাও দিয়েছে সেইমতো সঙ্গ । আমার দুই বুকে মিশে ছিল বিষণ্ণ জন্মদাতা – যে কিনা আপনারই কোনও এক জন্মের রাধিকা । কয়েকটা জন্ম আমি শ্মশানে ঘুরেছিলাম । আমার নাভির সাথে জুড়ে ছিল এক উন্মত্ত পিশাচিনী । প্রতি রাত্তিরে সে যখন নাচতে নামত টান পড়ত আমারই নাড়িতে । তারপর যখন তাকে শান্ত করল আপনার পুরুষকার, আমি ধীরে ধীরে উঠে এলাম আপনার সংসারে । কয়েকশো সিঁড়ি বেয়ে । মুঠোয় নিলাম আদিম গাছকৌটো ।
আপনার ছায়ার সঙ্গে আমি ঘুরেছি সাত পাক ।